• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ঝিনাইদহ-১

আব্দুল হাইয়ের আসনে আলোচনায় সাবেক ছাত্রনেতা মোস্তাফিজ

  • ''
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২৪

ঝিনাইদহ প্রতিনিধি

প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের ঝিনাইদহ-১ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। গত ১৬ মার্চ ব্যাংককে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মারা যান। ঈদের পর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরিকল্পনায় মোস্তাকের পক্ষে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে জনমত তৈরি হয়েছে।


এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ঈদের পর আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে বলে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছিলেন সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ আওয়ামী লীগের ৬ প্রার্থী। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মোস্তাক মনোনয় না পেয়ে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের হয়ে নির্বাচনে কাজ করে যান।

মোস্তাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৬ সালে আওয়ামী লীগের দু:সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে নেতৃত্বে ছিলেন তৎকালীন সূর্যসেন হল ছাত্রলীগের প্রভাবশালী নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ২০০৭ সালের ১/১১ জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।

এর পরপরই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক। এছাড়াও ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার প্রতিবাদের হাইকোর্টের সামনে মানববন্ধন করতে গেলে গ্রেপ্তার হন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ঝিনাইদাহ কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির দায়িত্ব পালন করে আসছেন টানা তিনবার। জেলা আওয়ামী লীগের সদস্য পদেও দায়িত্ব পালন করছেন তিনি।

মহামারি করোনার সময় নিজ এলাকায় বিভিন্ন স্কুল মাদরাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা নিয়ে আলোচনায় ছিলেন মোস্তাক।

ঝিনাইদহ-১ মনোনয়নের আলোচনায় থাকা আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়ন প্রত্যাশা করি। তিনি নির্বাচন করার সুযোগ দিলে নৌকাকে বিজয়ী করে শৈলকুপার মানুষের জন্য কাজ করবো। আমার রাজনৈতিক জীবনের কর্ম তৎপরতা ও আওয়ামী লীগের প্রতি আমার পরিবারের অকৃতিম ভালোবাসা ও ত্যাগের কথা বিবেচনা করে স্মার্ট শৈলকুপা গড়তে এবং জনসাধারণের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, এই আসনে মানুষের সকল সমস্যার কথা আমি জানি। নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে এলাকার সকল সমস্যা খুব সহজেই সমাধান করতে পারব।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads